CISCO চ্যানেল পার্টনার হলো কম্পিউটার সোর্স

CISCO চ্যানেল পার্টনার হলো কম্পিউটার সোর্স

CISCO চ্যানেল প্রোগ্রামে পঞ্চম বারের মতো ‘প্রিমিয়ার পার্টনার’ সনদ পেলো কম্পিউটার সোর্স। সিসকো এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এডিসন এফ পেরেস স্বাক্ষরিত এই সম্মাননা স্মারক অনুযায়ী বাংলাদেশেCISCO নেটওয়ার্কিং সল্যুশন সেবা প্রদানের স্বীকৃতি আরও এক বছরের জন্য বর্ধিত করা হয়। ফলে আগামী বছরের আগস্ট পর্যন্ত  CISCO ডাটা সেন্টার, ভয়েস ও ভিডিও, নেটওয়ার্কিং সল্যুশনস সেবা অব্যাহত রাখবে কম্পিউটার সোর্স। প্রসঙ্গত, ২০১০ সালে প্রথমCISCO প্রিমিয়ার পার্টনার হয় কম্পিউটার সোর্স। তখন থেকেই সেবা মান অক্ষুণœ রেখে কম্পিউটার সোর্স প্রতি বছর নতুন করে এই সনদ লাভ করতে সক্ষম হয়।

About অঞ্জন দেব

একটি উত্তর দিন