<strong>চলে গেলেন আমাদের প্রিয় শিক্ষক</strong>

চলে গেলেন আমাদের প্রিয় শিক্ষক

আজ সকালে এ পৃথীবি থেকে চলে গেলেন আমাদের প্রিয় শিক্ষক দীপক কামাল স্যার। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ এন্ড মেরিন রিসোর্চ টেকনোলজি ডিসিপ্লিনেন অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন।
থাইল্যান্ডের এআইটি তে পিএইচডি করছিলেন তিনি এবং থিসিস জমা দিতে সেখানে অবস্থানকালীন সময়ে আজ সকালে হার্ট এ্যাটাকের শিকার হন তিনি। হাসপাতালে নেয়ার পর তিনি আমাদের সকলকে কাদিয়ে এ পৃথীবির মায়া ত্যাগ করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
পেশাজীবনে তিনি সামুদ্রিক সম্পদের উপর বিভিন্ন গবেষনা পরিচালনা করেন যার ফলাফল জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়। বাংলাদেশের সামুদ্রিক সম্পদ গবেষনায় তিনি ছিলেন অন্যতম একজন গবেষক। তার অকাল মৃত্যুতে দেশ একজন সম্ভাবনাময় গবেষককে হারালো।
স্যারের অকাল মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি।

About দূর্ভাষী

২ comments

  1. স্যারের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি।

  2. স্যারের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি।

  3. উনার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি।

  4. উনার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি।

একটি উত্তর দিন