<strong>দিনের আলো রক্ষ্যা করে বিদ্যুৎ সমস্যার সমাধান নিয়ে যারা ভাবছেন তাদের জন্য</strong>

দিনের আলো রক্ষ্যা করে বিদ্যুৎ সমস্যার সমাধান নিয়ে যারা ভাবছেন তাদের জন্য

গতকাল বিকেলের চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে থেকে তোলা ছবি। দিনের আলো মিলিয়ে যেতে তখনো ঘন্টাখানেক সময় বাকী। এমনটি হরহামেশা দেখা যায়।এসবের নিয়ন্ত্রক যারা তাদের বোধদয় না হওয়া পর্যন্ত ঘড়ির কাঁটা এগিয়ে কমিয়ে আসলেই কোন লাভ হবে কি।
এদেশে কে যে কাকে বদলাবে এই নিয়ে ভেবে শুধুই ঘড়ির কাঁটার সামনে এগিয়ে যাওয়ায় দেখছি।
ক্যালেন্ডারের পাতায় দিন মাস বছর যায় , পুরনো ক্যালেন্ডার বদলে গিয়ে নতুন হয় , শুধু আমাদেরই নিজেদের বদলানো হয়ে উঠেনা , আমরা বদলাইনা। হয়ত …..বদলানো ব্যাপারটা আমাদের সাথে খাপ খায়না।

বৃক্ষ্য মেলার টাওয়ার।আকাশে হঠাৎ মেঘ এসে গেছে এই অজুহাতে তারা পার পেতে পারে। ২মিনিট আগে গেলে অবশ্য পার পেতনা।

About শ।মসীর

২ comments

  1. হাহাহা খারপনা আইডিয়া।আরও শপথ রাতে বের হবনা।

  2. হাহাহা খারপনা আইডিয়া।আরও শপথ রাতে বের হবনা।

একটি উত্তর দিন