<strong>এবার একটু বিজ্ঞাপন বিরতিঃ আমার নতুন ব্লগ সাইট</strong>

এবার একটু বিজ্ঞাপন বিরতিঃ আমার নতুন ব্লগ সাইট

অনেক দিন থেকেই শখ ছিলো নিজের একটা ব্লগ খুলবো কিন্তু সমস্যা ছিলো আমি এ ব্যাপারে তেমন জানি না। আর প্রোগ্রামিং আমার জন্য না। তাই বেছে নেয়া হলো থার্ডপার্টি এপ্লিকেশন জুমলা পরে গেলাম ওয়ার্ডপ্রেস এ। কিন্তু বিপত্তি বাঁধলো ওয়ার্ডপ্রেসের আমার ব্যবহার করা থিম অন্য একজন ব্লগার কে ব্যবহার করতে দেখে আর তাছাড়া ওয়ার্ডপ্রেস আমার পছন্দ না, তাই বেছে নিলাম ব্লগস্পট কে। শখানেক টেমপ্লেট খুঁজে মনের মতো একটা টেমপ্লেট পেলাম। একটু ঘুরে দেখে আসুন । কিছু পোস্ট আপাতত দেয়া আছে, সামু ব্লগে লেখা আমার কিছু পোস্ট আছে। যত তাড়াতাড়ি সম্ভব আমার সবগুলো পোস্ট এড করে ফেলবো।:)
ব্লগ এড্রেস-

www.saifimam.co.nr

or

http://saifimam.blogspot.com

স্ক্রিনশট দেখতে চাইলে-

About পাপী

একটি উত্তর দিন