ইউটিউব থেকে মহানবী হজরত মোহাম্মদ সা. এর অবমাননাকর চলচ্চিত্র অপসারণ না করা পর্যন্ত দেশে ইউটিউব চালু হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)৷
মুসলমানদের মহানবী হজরত মোহাম্মদ সা. কে অবমাননা করে আমেরিকার যুক্তরাষ্ট্রে নির্মিত একটি চলচ্চিত্র ইউটিউবে আপলোড করা হলে তা নজরে আসে বিটিআরসি’র৷ এরপরই বিটিআরসি বাংলাদেশে ইউটিউব বন্ধ করে দেয়৷ বিটিআরসি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়াসউদ্দন আহমেদ জানিয়েছেন, মহানবীর জন্য অবমাননাকর এই চলচ্চিত্র যতদিন ইউটিউব না সরাবে ততদিন পর্যন্ত বাংলাদেশে ইউটিউব বন্ধ থাকবে৷
তিনি আরো জানান, বিটিআরসি’র পক্ষ থেকে বাংলাদেশের আইন-কানুন উল্লেখ করে বার বার তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে৷ এমনকি ওই নির্দিষ্ট লিংকটি বাংলাদেশে বন্ধ করারও অনুরোধ জানানো হয়েছে৷ কিন্তু ইউটিউব কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো সাড়া দেয়নি৷
গিয়াসউদ্দন আহমেদ জানান, সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক বিটিআরসি’র আহ্বানে সাড়া দিয়েছে৷ তাদের ওয়েবসাইটে মহানবীর জন্য অবমাননাকর কিছু বাংলাদেশে প্রদর্শিত হচ্ছেনা৷ ফলে বাংলাদেশে ফেসবুক চালু আছে৷ তিনি আশা করেন ইউটিউবও শেষ পর্যন্ত বিটিআরসি’র আহ্বানে সাড়া দেবে৷