অ্যাপল সম্প্রতি বাজারে ছেড়েছে আইটিউনস ১০.৫.৩ আইবুকস ২.০। আইপ্যাডে ব্যবহার করার জন্য তৈরি এই প্রোগ্রাম দুটির মাধ্যমে ছাত্রছাত্রীরা আইপ্যাডেই টেক্সট বুক এবং তাদের কোর্স সংক্রান্ত অন্যান্য উপকরণ ব্যবহার করতে পারবে। ফলে এখন থেকে আইপ্যাড রয়েছে এমন ছাত্রছাত্রীদের উচ্চ মূল্যে টেক্সট বই কেনার প্রয়োজন হবে না।
প্রতিটি টেক্সট বইয়ের আইপ্যাড ভার্সনের দাম পড়বে ১৪.৯৯ ডলার যা টেক্স বইয়ের ছাপানো কপির চেয়ে অনেক কম। এখানে আইপ্যাড ব্যবহারকারীদের আরেকটি সুবিধা হচ্ছে যে তারা একসাথে অনেক বই বহন করতে পারবে যা ছাপানো বইয়ের ক্ষেত্রে বেশ কঠিন।
তথ্যসূত্রঃ ইনফরমেশন উইক
http://www.informationweek.com/byte/news/personal-tech/digital-content/232500163