আগামী ৪-৭ জুন ২০১৪ ডাক ও টেলিযোগোযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর যৌথ উদ্যোগে ‘ডিজিটালওয়ার্ল্ড ২০১৪’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সম্প্রতি বেসিস অডিটোরিয়ামে বেসিসে এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)এর মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বেসিসেরপক্ষেবেসিস মহাসচিব এবং ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪এর প্রধান প্রকল্প কর্মকর্তা রাসেল টি আহমেদএবংবিসিএসএর পক্ষে বিসিএসসভাপতিআবুহানিফ মোঃমাহফুযুলআরিফসমঝোতা স্মারক স্বাক্ষরকরেন।বেসিস সভাপতি শামীম আহসান আয়োজনে সভাপতিত্ব করেন।
এতে আইসিটি বিভাগ, বিসিসি, বেসিস নির্বাহী পরিষদএবং বিসিএস নির্বাহী পরিষদ-এর সদস্যবৃন্দউপস্থিত ছিলেন।
বর্তমানসরকারবাংলাদেশের তথ্য প্রযুক্তি শিল্পকেএগিয়েনিয়েযাওয়ারপ্রয়াসেডিজিটালবাংলাদেশ গড়ার উদ্যোগনিয়েছে। এরই অংশ হিসেবে গত কয়েকবছরধরে‘ডিজিটালওয়ার্ল্ড’অনুষ্ঠিতহয়েআসছে। এরধারাবাহিকতায় এ বছরডিজিটালওয়ার্ল্ড ২০১৪ অনুষ্ঠিতহবেআগামী ৪-৭ জুন ২০১৪। ডিজিটালওয়ার্ল্ড ২০১৪ এর অংশ হিসেবে থাকছে সফ্্টএক্সপো, ই-গভার্নেন্সপ্রদশর্নী, মোবাইলইনভেশন, ই-কমার্স, এম-কর্মাস, বিপিও ফোরাম, ডিজিটালএন্টারপ্রাইজ, ডেভলপারস ফোরাম, বিজনেসম্যাচমেকিংমিটিংএবংএরপাশাপাশিপ্রায় ২০টির মত সেমিনারএবং ১০টির মতো টেকনিক্যাল সেশন থাকবে। উক্ত ডিজিটালওয়ার্ল্ড ২০১৪ এ বিশ্বেরখ্যাতিমান বক্তা এবং তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞগণউপস্থিত থাকবেন।