ট্রান্সফর্মার প্রাইম ট্যাবলেট পিসির ৩জি ভার্সন আসছে বলে প্রযুক্তি বিশ্বে যে গুজব রটেছে তা পুরোপুরি উড়িয়ে দিয়েছে তাইওয়ান ভিত্তিক পার্সোনাল কম্পিউটার প্রস্তুতকারক প্রতিষ্ঠান আসুসটেক।
আসুস গত বছর বাজারে নিয়ে আসে ইইই ট্রান্সফর্মার প্রাইম ট্যাবলেট পিসি এবং গত সপ্তাহে অনুষ্ঠিত সিইএস ২০১২ শোতে তারা ট্রান্সফর্মার প্রাইম ট্যাবলেটের আরেকটি ভার্সন প্রদর্শন করে যাতে রয়েছে ১৯২০x১২০০ রেজোলিউশন সমৃদ্ধ ১০.১-ইঞ্চি ডিসপ্লে, ওয়াই-ফাই এবং অ্যান্ড্রোয়েডের সাম্প্রতিক অপারেটিং সিস্টেম আইস ক্রিম স্যান্ডউইচ। উক্ত ট্যাবলেটটি এ বছরের দ্বিতীয় কোয়ার্টারে বাজারে আসবে বলে জানিয়েছে আসুস।
তবে প্রতিষ্ঠানটি সম্প্রতি স্পষ্ট জানিয়ে দিয়েছে ইইই ট্রান্সফর্মার প্রাইম এর ৩জি ভার্সন আনার কোন পরিকল্পনা তাদের নেই। বরং তারা ভবিষ্যতে ট্রান্সফর্মার ফ্যামিলির আরো উচ্চ ক্ষমতাসম্পন্ন ডিভাইসের ৩জি ভার্সন আনবে বলে জানিয়েছে।
তথ্যসূত্রঃ ফোকাস তাইওয়ান
http://focustaiwan.tw/ShowNews/WebNews_Detail.aspx?Type=aALL&ID=201201160011