জাপানে ‘ডাটাসফট জাপান ইনকরপোরেশন’ নামে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশের সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ডাটাসফট সিস্টেম বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সোমবার জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ডাটাসফটের জাপান অফিসে তাদের কার্যক্রমের উদ্বোধন করেন। এর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জাপানে অফিস খোলার ঘোষণা দিয়েছিলেন।’
ডাটাসফট’র ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান জানান, জাপানে ডাটাসফট বিশেষত ইন্টারনেট অব থিংস (আইওটি) নিয়ে কাজ করবে। এছাড়া প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রায় ৩ শতাধিক আইওটি প্রফেশনালকে প্রশিক্ষণ দিয়ে জাপানে কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে।’
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের সাবেক রাষ্ট্রদূত মাতসুহিরো হরিগুচি, মনস্টার ল্যাব ইনকরপোরেশনের প্রধান নির্বাহী হিরোকি ইনাগাওয়া, ডাটাসফট সিস্টেম বাংলাদেশ লিমিটেডের এমডি দিল আফরোজ বেগম, পরিচালক হাসান ইমাম ও ডাটাসফট জাপান ইন. সিইও হিমেল হোসেন উপস্থিত ছিলেন।
