২০১১ সালে যে কয়েকটি ট্যাবলেট পিসি বিপুল সম্ভাবনা নিয়ে বাজারে এসেছিলো তাদের মধ্যে অন্যতম হচ্ছে এইচপির টাচপ্যাড। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ট্যাবলেটটি যথেষ্ট সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়েছে।
পাম এর তৈরি ওয়েবওএস অপারেটিং সিস্টেম সমৃদ্ধ টাচপ্যাড আইপ্যাডের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হবে- প্রথম দিকে এমনটা ধারণা করা গেলেও সময়ের সাথে সাথে ট্যাবলেটটির জনপ্রিয়তা অনেকাংশে কমে যায় এবং এইচপি ট্যাবলেটটির উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয়।
টাচপ্যাডের ব্যর্থ হবার অন্যতম কারন হচ্ছে বাজারে একই দামের মধ্যে উচ্চ মানসম্পন্ন ফিচার সমৃদ্ধ অন্যান্য ট্যাবলেটের উপস্থিতি। টাচপ্যাড যখন বাজারে আসে তখন ফিচারে এবং দামের দিক থেকে এটিকে খুবই আকর্ষণীয় মনে হলেও বাজারে আসার সাত সপ্তাহের মধ্যেই টাচপ্যাডের চেয়ে আকর্ষিণীয়ও অফার নিয়ে আরো কিছু ট্যাবলেটের আগমন ঘটে বাজারে। ফলে ট্যাবলেটপ্রেমীরা টাচপ্যাডের থেকে মুখ ফিরিয়ে নেয়।
এখন প্রশ্ন হচ্ছে এ অবস্থার উন্নতিকল্পে এইচপি ট্যাবলেটের বাজার নিয়ে কি ভাবছে। দেখার বিষয় এইচপি এখন কি পদক্ষেপ নেয়।
তথ্যসূত্র: টপনিউজ নিউজিল্যান্ড
http://topnews.net.nz/content/220756-hps-touchpad-tablet-was-bound-fail-claim-analysts