বাংলাদেশে মুক্ত ওয়েব এর ধারনাকে ছড়িয়ে দিতে মোজিলা বাংলাদেশ আগামী ২১ এবং ২২ শে জুন আয়োজনে করেছে “মোজিলা @ গোপালগঞ্জ ২০১৩”। এই আয়োজনের অংশ হিসাবে ২১শে আগস্ট, সরকারী বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ, ক্যাম্পাসে আয়োজিত হবে “মোজিলা মেকার পার্টি” শীর্ষক মুক্ত ওয়েব বিষয়ক একটি সেমিনার। সেমিনারের আলোচ্য বিষয় মোজিলা ওয়েবমেকার। একজন ওয়েব ব্যবহারকারী কিভাবে নিজেই ওয়েব পেজ তৈরী করতে পারেন এটিই এই আয়োজনের লক্ষ্য। সেমিনারটি যৌথভাবে আয়োজন করছে মোজিলার বাংলাদেশ এবং সরকারী বঙ্গবন্ধু কলেজ।
২২শে আগস্ট, মডেল পলিটেকনিক ইনস্টিটিউট, গোপালগঞ্জ এ আয়োজিত হবে ফায়ারফক্স ওএস এপ্লিকেশন ডেভলপমেন্ট প্রোগ্রাম নামক একটি উন্মুক্ত কর্মশালা। কর্মশালার আলোচ্য বিষয় ফায়ারফক্স ওএস, মোবাইল ভিত্তিক ওয়েব এপ্লিকেশন, ফায়ারফক্স ওএস এপ্লিকেশন তৈরী করা। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করেছে মোজিলার বাংলাদেশ এবং মডেল পলিটেকনিক ইনস্টিটিউট, গোপালগঞ্জ।