ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসেই আয়ের উপায় নিয়ে ২ দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে জবপোর্টাল জবসবিডি ডটকম। আগামী ৭ এবং ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে এই কর্মশালা।
জবসবিডি ডটকম কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্টারনেটে কাজ পাওয়ার পদ্ধতি, কী ধরনের কাজ পাওয়া সম্ভব, এসব সহ আউটসোর্সিংয়ের নানা বিষয় শেখানো হবে কর্মশালায়। এছাড়া ঘরে বসে দৈনিক ৪ থেকে ৫ ঘণ্টা কাজ করে একজন আউটসোর্সার তার দক্ষতা আর অভিজ্ঞতা অনুযায়ী প্রতি মাসের আয় বিষয়ে আলোচনা করা হবে।
কম্পিউটারের মৌলিক ধারণাসম্পন্ন যে কেউ কর্মশালায় অংশ নিতে পারবে। কর্মশালায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করা যাবে ৬ নভেম্বর পর্যন্ত। বিস্তারিত জানতে যোগাযোগ: ০১৭১৩৪৯৩১৫৯।